জামালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ সোহেল রানা খান উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন—জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইমরান কায়সার, জাকির হোসেন জনি, মোঃ সাদ্দাম হোসেন, মাহমুদুল হাসান মানিক, মেহেদী হাসান ইলি, মোঃ মাসুম মোল্লা, রকি তালুকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাবেক যুগ্ম সম্পাদক সালনান সৈকত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আদিমুল ইসলাম বিলাস, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নূর ইসলাম (কালা), মোঃ শাওন আহমেদ, রমজান মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সজিব হোসেন ডোনা এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও পথসভায় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশকে সঠিক পথে এগিয়ে নেবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ