জামালপুরে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আতঙ্কে এলাকাবাসী

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদন,জামালপুর : জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ব্যাঙ মিয়ার তিনতলা ভবনের সংলগ্ন মতি ও মনি’র বোন চাঁন ভানুর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার  (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দুইটি রুম তছনছ করে নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় ঘরে কেউ না থাকায় চক্রটি নির্বিঘ্নে পুরো ঘটনাটি ঘটায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনাটিকে পরিকল্পিত বলে মনে করছেন এলাকাবাসী। তারা দ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুস সাকিব বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে, দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক, জামালপুর বার্তা,জামালপুর।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ