নিজস্ব প্রতিবেদক,জামালপুর বার্তা : জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে একটি বিদ্যালয়ে চাঁদা না দেওয়ার অভিযোগে তালা দেওয়ার যে সংবাদ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টু)।
বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন,“আমি কোনো বিদ্যালয়ে তালা লাগাইনি, কারও কাছ থেকে চাঁদা দাবি করিনি এবং উক্ত ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।”
তিনি আরও বলেন,“আমি দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অমানবিক কাজ করা আমার ব্যক্তিগত মূল্যবোধ ও রাজনৈতিক নীতির পরিপন্থী। সংবাদে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর।”
স্বেচ্ছাসেবক দলের এই নেতা সংবাদটিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানান, সঠিক তথ্য যাচাই না করে প্রকাশিত ওই সংবাদটি প্রত্যাহার ও সংশোধন করার জন্য।
এছাড়া তিনি প্রশাসনের কাছে আবেদন জানান, “ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আমার বিরুদ্ধে করা অসত্য অভিযোগের আইনি প্রতিকার নিশ্চিত করা হোক।”





