মঞ্জুরুল হক, জামালপুর : জামালপুর পৌরশহরের গেইটপাড় ওভার ব্রিজ নির্মানের মালিকানা ভুমি নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে।
এ উপলক্ষে শনিবার রাতে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনের আয়োজন করেন শহরের পূর্ব ফুলবাড়িয়া এলাকার মুত জামাল উদ্দিনের কণ্যা রোকসাসা ইয়াছমিন(দীপা)।
তিনি লিখিত অভিযোগে করে বলেন,তাদের ক্রয়কৃত ০.৭৫ ও লীজকৃত ৩.৫ শতাংশ জমি নিয়ে এলাকার সহোদর তিন ভাই শামসুল আলম,রাজু মিয়া ও আনোয়ার হোসেন তারা ওই জমি নিজেদের বলে দাবি করছে।
তিনি রোকসানা ইয়াছমিন দীপা বলেন,বিবাদমান ওই জমি নিয়ে মামলায় হেরে গিয়ে চাঁদা দাবি করছে তারা। এছাড়া ওই জমি থেকে আমাদের অধিগ্রহনের টাকা উত্তোলন করতে বাঁধা দিচ্ছে।
রোকসানা ইয়াছমিন দীপা তাদের তিন ভাইয়ের অহেতুক দাবি আদায়ে প্রশাসনের আইনি শাস্তি দাবি করছে।





